মঙ্গলবার, ৬ মে ২০২৫

বাঁশখালীতে রাতের আঁধারে কৃষকের কাচা ধান কেটে ফেলার অভিযোগ

বাশঁখালী প্রতিনিধি

বাঁশখালীতে রাতের আঁধারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক কৃষকের ধান কেটে নিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের রোয়াই পাড়ায় এ ঘটনাটি ঘটে।

এদিকে এ ঘটনায় সোমবার (৫ মে) রাতে ওই এলাকার স্থানীয় ৭ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক ও জমি মালিক মো. আবুল কাসেম।

এজাহার সুত্রে জানা যায়, ‘গত কয়েকমাস ধরে মো. ওসমান ওই কৃষককে ধান চাষে বাধা প্রদান করে আসছিলেন। এরই প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারী বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করিলে পুলিশ এ বিষয়ে মো. ওসমানকে সর্তক ও পুনরায় ওই জমিতে না যাওয়ার জন্য নিষেধ করেন৷ এদিকে হটাৎ গত ২৮ এপ্রিল ধান জমিতে এসে ধান কেটে নিবে বলে হুমকি প্রদান করেন। এরপর রবিবার (৪ মে) রাতের আঁধারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর ছেলে বাধা দিলে তাকে মারধর করা হয় এবং তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করা হয়। পরবর্তী পুলিশ গিয়ে অভিযুক্তদের বাড়ি থেকে পাকা ধানগুলো উদ্ধার করে। এ সময় আসামিরা পালিয়ে যান।’

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোরাদ হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের বাড়ি থেকে কেটে নেওয়া ধানগুলো উদ্ধার করে সবার উপস্থিতিতে অর্ধেক চাষাকে দিই বাকী অর্ধেক ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।’

ভুক্তভোগীর ভাতিজা অ্যাডভোকেট নুরুল্লাহ আল হেলাল বলেন, ‘অভিযুক্ত ওসমান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উপর প্রভাব বিস্তার করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় অস্ত্রসস্ত্রসহ দলবল নিয়ে এসে রাতের আঁধারে আমাদের মারধর করে জমির পাকা ধানগুলো নিয়ে যায়। পরবর্তী দেখে নেওয়ার হুমকি প্রদান করে। সে একজন ভূমিদস্যু। সে আ. লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ৫ আগস্টের ঘটনায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে।’

অভিযুক্ত মো. ওসমান বলেন, ‘জায়গাট আমাদের। ওরা উল্টো আমাদের জায়গার ধান নিয়ে গেছে। মুলত ওই জমির মালিক আমরা এবং প্রতিপক্ষ দুইজনকে জায়গায়টি বিক্রি করেছিলেন। আমাদের নামে বিএস খতিয়ান রয়েছে। আর মারধরের বিষয়টি মিথ্যা। এ বিষয়ে দু’পক্ষের মধ্যে থানায় বসে সমাধান করার কথা হয়েছে।’

বাঁশখালী থানার তদন্ত (ওসি) সুধাংশু শেখর হালদার বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পরপরই ধানগুলো উদ্ধার করে চাষা ও ইউপি সদস্যের জিম্মায় দিই। তারা দু’পক্ষই থানায় এসেছিলেন। আমরা দু’পক্ষকে স্থানীয়ভাবে বসে সমাধান করার পরামর্শ দিই।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইতালিতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে

ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে...

বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট দিয়ে বন্যহাতি হত্যা

বাঁশখালীতে চলছে একের পর এক বন্যহাতি হত্যা। এই উপজেলার...

চট্টগ্রামে কালো পতাকা বিক্ষোভ, ৯ মে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের...

চান্দগাঁও থানার বিশেষ অভিযানে পাঁচ আসামি গ্রেফতার

চান্দগাঁও থানার  বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে পাঁচজন...

মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে কথা কাটাকাটি জেরে ফজলুল...

মহেশখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের মহেশখালীতে রফিক আহমদ ওরফে মামুন (৩৮) নামে এক...

আরও পড়ুন

মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে কথা কাটাকাটি জেরে ফজলুল করিম (৭০) নামেরএক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. জাকারিয়া জাহেদ নামের...

মহেশখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের মহেশখালীতে রফিক আহমদ ওরফে মামুন (৩৮) নামে এক যুবদল কর্মী গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায়...

পটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর 

চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর।মঙ্গলবার ( ৬ মে ) সকাল সাড়ে ১১টায় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের,১নং ওয়ার্ড,মুঘল পাড়ার আশীকের বাড়িতে এই ঘটনা...

মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামে কালো পতাকা মিছিল

অবরোধ কর্মসূচির সময় নেতাকর্মীদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামে কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। মাওলানা রইস...