চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় বিশেষ অভিযানে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন (৩৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে লাল মসজিদ মিস্ত্রি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।
গ্রেপ্তার লিটন ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকার মোবারক আলী সওদাগরের বাড়ির মৃত কেরামত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ওসি কাজী রফিক আহমেদ বলেন, “লিটন একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
চট্টগ্রাম নিউজ/ এসডি/