বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরীপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।
চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সঙ্গে গোলাম আকবর খোন্দকারের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির এই দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে রাউজানে সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটছে প্রায়ই।
চট্টগ্রাম নিউজ/ এসডি/