কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে হাজার বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে।
রোমে যাওয়ার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে এক সাংবাদিক যখন ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে প্রশ্ন করেন, তখন ট্রাম্প বলেন, “আমি ভারতেরও খুব কাছের এবং পাকিস্তানেরও খুব কাছের। তারা কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই করছে, সম্ভবত তারও বেশি সময় ধরে।”
হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত এক অডিও ফাইলে ট্রাম্পের এই মন্তব্য শোনা যায়। তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান কোনো না কোনোভাবে বিষয়টির সমাধান করবে।”
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালে ২০১৯ সালে ট্রাম্প কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
‘দ্য ওয়্যার’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সে সময় ট্রাম্প একাধিকবার কাশ্মীর পরিস্থিতিকে ‘বিস্ফোরক’ বলে অভিহিত করে এতে ‘যথাসম্ভব মধ্যস্থতা করার’ আগ্রহ দেখিয়েছিলেন।
ট্রাম্প বলেছিলেন, “কাশ্মীর খুবই জটিল একটি জায়গা। এখানে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে। আর আমি বলবো না যে তারা খুব ভালোভাবে মিশে যায়।
আর এইচ/