ফটিকছড়িতে বিয়ের এক বছর পর বিলকিস আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকার কোরবান আলী হাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়লে বিলকিস সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে। সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত বিলকিস সুয়াবিল এলাকার প্রবাসী মোহাম্মদ আব্বাসের স্ত্রী। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। তিন মাস আগে বিলকিসের মা মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল হক জানান, খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে এবং সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/