মিরসরাইয়ে বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট কাজী গ্রাম রাস্তায় মাথায় সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত কাশেম ওয়াহেদপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাদিফকিরহাট বাজার থেকে কাঁচা বাজার করে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। এসময় বাড়ির রাস্তার মাথায় দ্রুতগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপ দিলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেমকে ধাক্বা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে তার বাড়ি নিয়ে যান।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘হাদিফকিরহাট এলাকার সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
আর এইচ /