রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২ টা দোকান হতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার ( ১৩ এপ্রিল ) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় নতুন বাজার এলাকায় মূল্য তালিকা না থাকায় এবং খাবার খোলা জায়গায় রাখায় ভাই ভাই হোটেল কে ৪ হাজার টাকা এবং সেম্পলের ঔষধ ও মেয়াদ বিহীন ঔষধ পাওয়া যাওয়ায় গ্লোড ফার্মেসীকে ১ হাজার টাকা সহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
আর এইচ/