খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ২ কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে জেলা সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার বিদুর্শী চাকমার মেয়ে পিয়াসি চাকমা এবং রূপায়ন চাকমার মেয়ে রিয়া চাকমা।
জানা যায়, সকাল ১০ টার দিকে চেঙ্গী নদীতে ৫ কিশোরী মিলে শামুক খুঁজতে যায়। এ সময় শারীরিক প্রতিবন্ধী রিয়া চাকমা পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পিয়াসী চাকমাও তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের খবর দিলে দুপুর ১২ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/