চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমকে আটক করেছে থানা পুলিশ।
আটক খোরশেদ পদুয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মৃত সগীর আহম্মেদের ছেলে ও লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক খোরশেদ আলমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা সুনির্দিষ্ট অভিযোগ ও বিস্ফোরক মামলা রয়েছে।
লোহাগাড়া থানার মামলা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বটতলী মোটর স্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণা করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/