হামজা চৌধুরীর সঙ্গে সুসংবাদও পেতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে অভিষেক হয় হামজা চৌধুরীর। তার নৈপুণ্যেই মূলত র্যাংকিংয়ে ১২৬তম স্থানে থাকা ভারতের সঙ্গে তাদেরই মাটিতে ওই ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো বাংলাদেশ।
সেই ড্র’য়ে ফিফা র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে লাল-সবুজ জার্সিধারীদের। এপ্রিল মাসের প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দেখা যাচ্ছে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ছিল ১৮৫তম স্থানে। ২ ধাপ এগিয়ে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা এখন রয়েছে ১৮৩তম স্থানে।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাংকিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। তখন একমাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচমাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ।
সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।
বাংলাদেশ ২ ধাপ এগোলেও ১ ধাপ পিছিয়েছে ভারত। ১২৬তম স্থান থেকে তারা নেমে গেছে ১২৭তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারালেও লাভ হয়নি, এক ড্র’য়ে ফিফা র্যাংকিংয়ে পেছাতেই হলো সুনিল ছেত্রিদের। মালদ্বীপেরও ২ ধাপ অবনমন ঘটেছে। ১৬২ থেকে তারা এখন রয়েছে ১৬৪তম স্থানে।
যথারীতি ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন, লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। তাদের মোট রেটিং পয়েন্ট ১৮৮৬.১৬। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের রেটিং পয়েন্ট ১৮৫৪, স্পেনকে জায়গা ছেড়ে দিয়ে নিচে, ৩য় স্থানে নেমে আসলো ফ্রান্স। ব্রাজিল রয়েছে আগের ৫ম স্থানেই। রোনারদোর পর্তুগাল ৬ষ্ঠ স্থান থেকে নেমে গেছে সপ্তম স্থানে। নেদারল্যান্ডস উঠলো ৬ষ্ঠ স্থানে।
আর এইচ/