চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে চান্দগাঁও থানা পাঠানিয়া গোদা এলাকা থেকে তাদের আটক করা হয়। ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দা, চাকু ও ছোরা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সাজ্জাদ (২৪), রোমান ইসলাম রাজু (১৯),মোঃ নাছির (২৫)।
চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, দেশীয় অস্ত্র দা, চাকু ও নাইফসহ ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করা হয়।
আর এইচ/