চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী ও পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – এনায়েতুর রহমান নয়ন (২৫) এবং মোঃ হাবিবুর রহমান প্রঃ হাবিব (৩৭)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আইস ফ্যাক্টরী এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা। এবং নয়নের তথ্যমতে এ ঘটনায় জড়িত থাকায় পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ