চট্টগ্রামের কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর সকাল ৯টার দিকে আবদুল জলিল কলেজ মাঠে সরকারি বেসরকারি দলের মধ্যে ক্রিকেট প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ