লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে। যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্পের ধ্বংস নিশ্চিত।
লবণ শিল্পকে রক্ষার নিমিত্তে মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি ও শিল্প লবণ আমদানির প্রতিবাদে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় চট্রগ্রাম-কক্সবাজারস্থ মহাসড়কে উক্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, এডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, নূরুল আজম ও শোয়েবুল ইসলাম সবুজ প্রমুখ।
কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে। যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্পের ধ্বংস নিশ্চিত।
এসময় লবণ চাষীরা গায়ে কাপনের কাপড় পড়ে মহাসড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়। তখন চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে ঘন্টা ব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে প্রায় শতাধিক দূরপাল্লার গাড়ি আটকা পড়ে।
উক্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার উপকূলীয় ইউনিয়নগুলোর প্রায় সহস্রাধিক লবণ চাষী অংশ নেন।
আর এইচ/