সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

যেখানেই ঘটনা সেখানেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ:

সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি।

তিনি বলেন, আগামীকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।

তিনি বলেন, আওয়ামী লীগ দিনে-রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না।

বনশ্রীর ছিনতাইয়ের ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এতে দোসররা জড়িত। ঘটনাটি বনশ্রী এলাকায়, আমার নজরে আছে। সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’

ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নারীদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে সরকার সব সময় সচেতন আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে সরকার সব সময় সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সব সময় সজাগ আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলোর যদি উন্নতি হয়, তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি সেটা করব।’

রোববার রাতে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেই অনেকেই ‘দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র কথা উল্লেখ করে নিজেদের হতাশার প্রকাশ করেন।

রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকশ শিক্ষার্থী ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

পরে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ভ্যালেন্টাইনস সেকেন্ড ইনিংস: বঞ্চিত বয়োজ্যেষ্ঠদের জন্য ভালোবাসার উপহার

চট্টগ্রামে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভালোবাসার মাস উপলক্ষে এক ব্যতিক্রমী...

১০ ব্যবসা প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটরের মর্যাদা 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)  রোববার ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে...

“বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম...

সাতকানিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সাতকানিয়ায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান...

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিট...

চট্টগ্রামে বাড়িতে ও গুদামে তেল মজুদ, জরিমানা ৭৮ হাজার 

চট্টগ্রামে বাড়িতে ও গুদামে সয়াবিন মজুদ করে বাড়তি দামে...

আরও পড়ুন

‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ আহতদের দেখতে গিয়ে  বলেছিলেন হাসিনা

জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’।রোববার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলার...

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস” ঘোষণা

২৫ ফেব্রুয়ারিকে “জাতীয় শহীদ সেনা দিবস” ঘোষণা করেছে সরকার।রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।উপসচিব তানিয়া...

তিন মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে আগামী  তিন মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা...

ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

ডিসেম্বর টাইমলাইন যদি ধরি তা হলে আপনারা একটা হিসাব করতে পারেন। ২০২৫ সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান...