রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ক্যাব চট্টগ্রামের অলি খা মজসিদ থেকে প্রেসক্লাব অভিমূখি নাগরিক পদযাত্রা

চট্টগ্রাম নিউজ:

“ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুদ নাইসহ” যে কোন অজুহাতে রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহনের দাবিতে চট্টগ্রমের চকবাজারের ঐতিহ্যবাহী অলি খাঁ মজদি চত্ত্বর থেকে জামালখান প্রেসক্লাব অভিমূখে নাগরিক পদযাত্রা আয়োজন করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম। 

২২ ফেব্রুয়ারি  সকালে অনুষ্ঠিত নাগরিক পদযাত্রা কর্মসূচিতে সংহতি জনান ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের মিথুল দাস গুপ্ত, ক্যাব চকবাজারের সভাপতি আবদুল আলীম ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, ক্যাব পাচলাইশের সভাপতি সায়মা হক ও সাধারন সম্পাদক এম এ আওয়াল, চট্টলার কন্ঠের সম্পাদক কমল চক্রবর্তী, ক্যাব চকবাজারের আনোয়ার হোসেন রনি, মোহাম্মদ ইয়াকুব, ক্যাব হাটহাজারীর লায়লা ইয়াছমিন, ক্যাব পশ্চিম ষোল শহর ওয়ার্ডের সভাপতি এবিএম হুমায়ুন কবির, সমাজ কর্মী ও ক্যাব মহানগর নেতা সাজ্জাদ উদ্দীন, এডাব চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, প্রশিকার মোহাম্মদ মহিন উদ্দীন, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের নাফিসা নবী, মোঃ সায়েদ, ফয়েজ, মোঃ শাহরিয়ার আলম তাওসিফ, রাসেল উদ্দীন, ইমদাদুল ইসলাম, করিমুল ইসলাম, রায়হানুল ইসলাম, সিদরাতুল মুনাতাহা, যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সাইকা আফসার ও মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পবিত্র মাহে রমজান সংযম ও নাজাতের মাস হলেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদেও মজুতদারি, “ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুদ নাইসহ” নানা অজুহাতে রমজান মাসে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট তৈরী কওে অসহনীয় পরিবেশ তৈরী করলেও প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনের নিরবতা ও অসাধু ব্যবসায়ীদেও প্রতি মানবিকতার নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি হয়। মানুষ কষ্ঠে আছে এটা সরকারে কাছে না পাঠিয়ে সব কিছু ঠিক আছে বলে প্রতিবেদন দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে। যার কারণে বিপুল আমদানি ও মজুতের পরও সয়াবিন তৈল উদাও, বাজারে টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নাই।

পদযাত্রায় কালোবাজরী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পবিত্র রমজান মাসে পণ্য-দ্রব্য ক্রয়ে সংযমের পরিচয় প্রদানের জন্য মাসের বাজার একসাথে না করে সপ্তাহের বাজার করা, দরিদ্রদের মাঝে নিত্যপণ্যের বাজার যোগান ও সরবরাহ ঠিক রাখতে ইফতার সামগ্রী বিতরণের পরিবর্তে নগদ অর্থ বিতরণ করার আহবান জানানো হয়।

বক্তরা বাজারের দোকানগুলিতে মূল্য তালিকা না থাকলে, কেউ অতিমুনাফা করলে বা হয়রানি করলে, অবৈধভাবে মজুত করলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার ১৬১২১, বা ক্যাব এর নাম্বারে জানানোর অনুরোধ করা হয়্।

বক্তারা মাহে রমজান মাসে দেশের কিছু ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিযোগিতা আকারে ইফতার সামগ্রী বিতরন করার পাশাপাশি পুরো রমজান মাস জুড়ে সাধারন দরিদ্র মানুষ যেন ইফতার ও সেহেরী স্বাশ্রয়ী মূল্যে খেতে পারেন তার জন্য কিছু করার আহবান জানান। রাজনৈতিক বা সুনাম খুড়ানোর জন্য এ সমস্ত আয়োজনে সাধারন মানুষের একবেলা ইফতার জুটলেও পুরো মাসে রমজানে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের চরম উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। তাই নিজের কর্তৃত্ব জাহির করার জন্য এ ধরনের ইফতার সামগ্রী বিতরনের আয়োজন পরিহার কওে সাধারন মানুষের জীবন যাত্রায় সহায়ক কিছু করার আহবান জানান এবং ইফতার সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ প্রদান করা হলে দরিদ্র মানুষ তার নিজের প্রয়োজন অনুযায়ী কেনা-কাটা করতে পারতেন।

বক্তারা আরও বলেন, ব্যবসায়ীরা ভ্যাট বৃদ্ধি, আর্ন্তজাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলার ও এলসির সংকটসহ নানা অজুহাত দেখালেও সবগুলির সাথে সত্যতা খুঁজে পাওয়া দুস্কর। সবগুলি পণ্যের অধিক মুনাফা আদায়ে মরিয়া হবার কারনে লাভের এই বিশাল পাহাড় শুধু সয়াবিন তেল নয় সবকটি নিত্যপণ্যের দামে এভাবে অতি মুনাফার কারনে বর্তমানে জীবন জীবিকা কঠিন বাস্তবতায়। সেকারনে অতিমুনাফার এখন সামাজিক সংক্রমন ঘটেছে। এসুযোগে ব্যবসায়ীরা একবার সয়াবিন, একবার পেয়াঁজ, একবার ডাল, আটা-ময়দা এভাবে প্রতিটি পণ্যের বাজারে অস্থিরতা তৈরী করছেন। গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদের নিত্যপণ্য মূল্যের বাজারে অতিমুনাফা ও তাদের নিয়ন্ত্রণে সংশ্লিষ্ঠদের কালক্ষেপনে সরকারের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুনের মধ্যেই  সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন এ মুহূর্তে একসঙ্গে করা...

চবি শিক্ষার্থীর ‘সনদ’ বাতিল প্রত্যাহার, ৯ জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগে...

চবিতে শেখ পরিবারের নাম পরিবর্তন, স্থান পেল শহীদ তরুয়া-ফরহাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা আবাসিক হল...

সিটি কর্পোরেশনের কর মেলা আজ

নগরবাসীর গৃহকর প্রদান সহজতর করতে কর মেলা আয়োজন করছে...

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আটক

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ নুরুকে...

কোতােয়ালীর ফিরিঙ্গিবাজার এলাকায় পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

নগরের কোতােয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে যুক্তরাষ্ট্রের তৈরী...

আরও পড়ুন

চবি শিক্ষার্থীর ‘সনদ’ বাতিল প্রত্যাহার, ৯ জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগে আইন বিভাগের এক শিক্ষার্থীর স্থায়ীভাবে বহিষ্কার বহাল রেখে 'সনদ' বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। একইসাথে...

চবিতে শেখ পরিবারের নাম পরিবর্তন, স্থান পেল শহীদ তরুয়া-ফরহাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা আবাসিক হল ও ভবনসহ পাঁচটি স্থাপনার নামকরণে পরিবর্তন আনা হয়েছে। এতে জুলাইয়ে শহীদ হওয়া হৃদয় তরুয়া ও...

সিটি কর্পোরেশনের কর মেলা আজ

নগরবাসীর গৃহকর প্রদান সহজতর করতে কর মেলা আয়োজন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দামপাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নীচ তলায় আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা...

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আটক

চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ নুরুকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে আটক করা হয় বলে...