শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইউএনও’র বিদায়ে কাঁদলেন এলাকাবাসী 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসার বদলী জনিত বিদায়ে বিষন্নতা ছড়িয়ে পড়েছে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে। এসময় দেখা গেছে সবারই মুখে হাসি কিন্তু চোখে টলমল জল। এসময় এলাকাবাসীর ভালোবাসায় হিমাদ্রি খীসা নিজেও বিদায়বেলায় হয়ে পড়েন অশ্রুসিক্ত।

গত বুধবার বোয়ালখালী উপজেলা পরিষদ ইউএনও বাসভবনে হিমাদ্রি খীসাকে বিদায় জানাতে এসে এমন দৃশ্যের অবতারণা ঘটে।

বোয়ালখালীবাসীরা বলছেন, ইউএনও হিসেবে হিমাদ্রি খীসা যখন যোগদান করেছেন, তখন তাঁর হাসিমুখ দেখে সবাই ভরসা পেতেন, কথা বলার সাহস পেতেন। আগষ্ট পরবর্তী দেশে বিশৃঙ্খল পরিস্থিতিতে উপজেলার একাই অভিভাবক হয়ে আন্তরিকতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন। বন্যায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অসহায় মানুষকে সহায়তা, মন্দির, মসজিদ, এতিমখানা ও আশ্রমের অনাথ শিশুদের মানবিক সহায়তাসহ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের জন্য কাজ করে গেছেন। এছাড়াও উপজেলার সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নিজের সর্বোচ্চ দক্ষতা এবং বিচক্ষণতার মধ্যে দিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন।

ঐদিন ইউএনও হিমাদ্রি খীসাকে বিদায় জানাতে এসে সাজ্জাদ হোসেন, মো. কাইয়ুম, রায়হান উদ্দিন, রিমেল বড়ুয়া, আহসানুল হক নিলয়সহ বেশ কয়েকজন শিক্ষার্থী কান্না জড়িত কন্ঠে বলেন,

দেশের ক্রান্তিলগ্নে ইউএনও হিমাদ্রি খীসার সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কিভাবে অসহায় মানুষের পাশে থাকতে হয় বিশেষ করে নিজের কাজে সৎ এবং দায়িত্ববান হতে হয়। একজন চৌকস অফিসার হিসেবে তার মানবিক গুণাবলির জন্য চিরকাল কৃতজ্ঞ। তার সাহস উদ্দীপনা আমাদের সবার মধ্যে অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

বিদায়ের সময় কান্নার প্রসঙ্গে জানতে চাইলে হিমাদ্রি খীসা একটু লুকিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, কাউকে নির্দেশ দিয়ে বা বলে–কয়ে কাঁদানো যায় না। কান্নাটা অন্তর থেকে আসে। মাত্র ৭ মাস ৬ দিন কাজ করতে পেরেছি। অল্প সময়ে বোয়ালখালীর জনগণের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, তাই তিনি কেঁদেছেন এবং মানুষও ভালোবাসার জায়গা থেকে কেঁদেছেন।

তিনি আরো বললেন, ‘একজন ইউএনওর কাছে মানুষ কিছু প্রত্যাশা নিয়ে আসেন। আমার সঙ্গে সবাই কথা বলতে পেরেছেন। আমি মানুষের কথা শুনেছি। ফোনে, হোয়াটসঅ্যাপেও অনেকে যোগাযোগ করেছেন। আমি চেষ্টা করেছি মানুষের ভোগান্তি কমাতে। ইউএনও হিসেবে কাজের দায়িত্বের বাইরেও মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। এভাবেই মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে।

স্বল্প সময়ে এ বদলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিব্যক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে কান্না জুড়ে দেন উপজেলা কম্পাউন্ডে এসে। গত দুই দিন ধরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিষন্ন মনে এসে ভিড় করে ইউএনও’র অফিস ও সরকারী বাসভবনে। তাদের চোখের অশ্রু দেখে ইউএনও হিমাদ্রি খীসার চোখ ভিজতে দেখা গেছে।

প্রসংগত, হিমাদ্রি খীসা গত ১১ জুলাই ২০২৪ ইং ইউএনও হিসেবে বোয়ালখালীতে যোগদানের পর থেকে অসহায়দের সহায়, কন্যা দ্বায়গ্রস্থ পিতার ভরসা, দরিদ্র শিক্ষার্থীর ফরম ফিলাপ সহ বইয়ের যোগানদাতা, কৃষকের চাষাবাদে জলাবদ্ধতা নিরসন, দুরারোগ্য অসুস্থ মানুষের চিকিৎসা, বাস্তুহারাদের আশ্রয়স্থল সহ গণমাধ্যমকর্মীদের কাছে সাংবাদিক বান্ধব ইউএনও হয়ে ওঠেন অল্প ক’দিনেই।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আঞ্চলিক পরিষদের বরাদ্দ সুবিধাভোগীদের বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছেন কেএস মং 

বান্দরবানে দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণের মাঝে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে বিয়ের এক বছর পর বিলকিস আক্তার (১৯) নামে...

পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন স্বাস্থ্য উপদেষ্টা

পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের চিন্তা করছে সরকার ।...

শিক্ষা যেন কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে: পরিবেশ উপদেষ্টা 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের...

রাঙ্গামাটিতে পিকআপভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ...

তামিমের বিসিবি তিরস্কার: ‘খেলোয়াড়দের এভাবে অপমান করা যায় না

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য অসন্তোষ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে বিয়ের এক বছর পর বিলকিস আক্তার (১৯) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার...

পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন স্বাস্থ্য উপদেষ্টা

পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের চিন্তা করছে সরকার । দ্বিতীয় বারের মতো পটিয়ায় হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম...

হাটহাজারীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

হাটহাজারীতে মায়ের সাথে অভিমান করে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার...

পাঁচদিনের মাথায় পেট্রোল বোমায় দগ্ধ সেই নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ লায়লা বেগমের (৫০) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে...