পটিয়ায় চতুর্থ শ্রেণীতে পড়ুয়া স্বয়ন শীল (১১) নামে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলন ডাক্তারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত স্বয়ন শীল ( ১১ ) কর্ণফুলীর দৌলতপুর এলাকার হারাধন শীল ও মুন্নি শীল দম্পতির সন্তান। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় এবং নানার বাড়ি থেকে পড়াশোনা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, স্বয়নকে বিকেলের দিকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার নানি ছবি শীল ধারণা করছেন যে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে স্বয়ন আত্মহত্যা করেছে। তিনি বলেন, “পড়ালেখার ভয়েই হয়তো ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।”স্বয়নের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুচিতা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান জানান, স্কুল ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আর এইচ/