বুধবার, ১২ মার্চ ২০২৫

আজ বসন্ত, আজ ভালোবাসার দিন

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক:

আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা ও বসন্তের দিন। ভালোবাসার মুহূর্ত আর বসন্ত উদযাপন একই সঙ্গে আজ মন থেকে মনে ছড়িয়ে পড়ার দিন। ফুলে ফুলে সেজে ওঠার আনন্দময় প্রস্তুতি এখন প্রকৃতিজুড়ে। 

ঋতুরাজ বলে কথা, তার আগমন তো মহাসমারোহে হবেই! হ্যাঁ, অবশেষে দখিন দুয়ারে হাজির হয়েছে বসন্ত। আবার প্রকৃতির উৎসবে যোগ দিতে ভালোবাসাময় দিনটিও হানা দিয়েছে দরজায়।

বেশ কিছুদিন ধরেই যেন বাতাসে টের পাওয়া যাচ্ছে এক ধরনের আরামদায়ক উষ্ণতা। শীতের হিমেল ভাবটা কেটে গেছে, বাতাস আর কাঁপন ধরায় না। বরং দূর থেকে ভেসে আসে মন উদাস করা ফুলের সুবাস। সেই সুবাস প্রাণভরে টেনে নিলে প্রফুল্ল হয়ে ওঠে মন, কোথায় যেন বাজে আনন্দের বাদ্য। সেই বাদ্য যেন কানে কানে বলে, দখিন দুয়ার খোলো, আমি আসছি।

গাছে গাছে উঁকি দেওয়া কচিপাতা আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিচ্ছে শীতের রিক্ততাকে। শীতের খোলসে ঢুকে থাকা বন-বনানী অলৌকিক স্পর্শে জেগে উঠছে একটু একটু করে। বসন্তে পলাশ, শিমুল গাছে লাগে আগুন রঙের খেলা। প্রকৃতিতে চলে মধুর বসন্তে সাজ সাজ রব। প্রকৃতি অকৃপণ হাতে ঢেলে দেয় তার সবটুকু রঙ, আর সেই রঙ ছুঁয়ে উৎসবে মেতে ওঠে পুরো দেশ। বাসন্তী রঙয়ের শাড়ি পরে ললনারা হেঁটে না গেলে প্রকৃতির বসন্তবরণও যেন পূর্ণতা পায় না। বেশবাসে সদ্য জেগে ওঠা প্রকৃতির ছোঁয়া নিয়ে ফাগুনের প্রথম দিনটিকে স্বাগত জানাতে বেরিয়ে পরার অপেক্ষা এখন কেবল। লাল আর বাসন্তী রঙে প্রকৃৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে আজ বসন্ত ও ভালোবাসার উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি।

কয়েক বছর ধরে একই দিনে উদযাপিত হয়ে আসছে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করায় এখন একই দিনেই পড়েছে দুটি উৎসব। যুগলদের বেশ ব্যস্ততায় কাটে দুই উৎসবের এই দিন।

চট্টগ্রামে চেরাগী পাহাড় মোড়ে থেকে শুরু করে পুরো চট্টগ্রামের মোড়ে মোড়ে অস্থায়ী ফুলের দোকানে বৃহস্পতিবার বিকেল থেকে বিক্রি শুরু হয়েছে গোলাপ, গাঁদাসহ নানা ধরনের রঙিন ফুল। আজ শুক্রবার ভোর থেকে চলবে রাত পর্যন্ত।

চট্টগ্রামের চেরাগী পাহাড় জুড়ে শতাধিক ফুলের দোকান সেজেছে ফুলে ফুলে।

তরুণ-তরুণীরা হলুদ আর বাসন্তী কালার শাড়ি আর পাঞ্জাবীর সাথে বিভিন্ন রঙের ফুলে রাঙিয়ে তোলে নিজেদের।

চট্টগ্রামের চেরাগী পাহাড়ের মোড় থেকে ডিসি হিল, সিআরবি শিরিষ তলা, বইমেলা, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুশোভিত সবুজ চত্বর, কাজীর দেউড়ির ষ্টেডিয়াম, জামালখান মোড়, ফয়স লেক,জাতি সংঘ পার্কসহ পুরো নগরী তরুণ-তরুনীদের মিলন মেলায় পরিণত হয়েছে।

বিশেষ করে ডিসি হিল, সিআরবি শিরিষ তলা, পাহাড়তলী আম বাগান শহিদ ওয়াসিম পার্ক, বইমেলা, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, ফয়স লেক, চারুকলার সবুজ প্রাঙ্গণ ফুলে ফুলে বর্ণিল, উচ্ছল-উজ্জ্বল হয়ে ওঠে ভালোবাসা ও ফাল্গুন উদযাপনে।

ফেব্রুয়ারিকে বলা হয় ভালোবাসা ও আনন্দের মাস। ভালোবাসা দিবসের আগে সপ্তাহজুড়েই যেন লেগে থাকে নানা উৎসব। আজ চকলেট দিবস, তো কালকে টেডি দিবস! আরও রয়েছে আলিঙ্গন দিবস, চুম্বন দিবস।

তবে বসন্তবরণ উৎসব যেমন ছেলেবুড়ো সবার, তেমনি ভালোবাসার বহুমাত্রিক রূপও কিন্তু প্রকাশ করার দিন আজ। এ ভালোবাসা সন্তানের উপর বাবা-মায়ের, বাবা-মায়ের উপর সন্তানের। ভাই, বোন, বন্ধু- সবার প্রতি ভালোবাসা প্রকাশের দিন আজ। সবাইকে মনে করিয়ে দেওয়ার দিন জীবনে তাদের গুরুত্বের কথা।

বসন্তবরণে কোথায় কী আয়োজন

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে বিশেষ করে ডিসি হিল, সিআরবি শিরিষ তলা, পাহাড়তলী আম বাগান শহিদ ওয়াসিম পার্ক, বইমেলা, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, ফয়স লেক, চারুকলার সবুজ প্রাঙ্গণ ফুলে ফুলে বর্ণিল, উচ্ছল-উজ্জ্বল হয়ে ওঠে ভালোবাসা ও ফাল্গুন উদযাপনে।

বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। এ বছরের বসন্ত উৎসবের অনুষ্ঠানমালায় কিছুটা ভিন্নতা রয়েছে। বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি প্রতিবাদী নাচ, গান ও আবৃত্তিরও আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। সকাল ৭টা ১৫ মিনিটে যন্ত্রসংগীতে সূচনা হবে উৎসবের।

এসডি/আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শিমুল

 হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হয়েছেন ক্লাবের যুগ্ম...

অতিরিক্ত মূল্যে তেল বিক্রি: চসিকের অভিযানে ১৩ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার আরও ৪১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৪১ জনকে...

‘পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে’

সাতকানিয়ায় পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও...

বোতলজাত সয়াবিন তেল পরিমাণে কম দেওয়ায় ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য...

খাগড়াছড়িতে এতিম ৪০ শিশুকে আইএফআইসি’র ঈদ উপহার

আইএফআইসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে সারাদেশের...

আরও পড়ুন

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের: মামলার পর গ্রেপ্তার ৩ 

‘‘বড় ভাই মানে, বাবার দ্বিতীয় ছায়া।’’ বাবার অনুপস্থিতিতে যিনি গড়ে তুলেন পরিবারকে। সেই বড় ভাইয়ের হাতে টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে খুন...

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসবেন। প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী...

ইপিজেডে পরকীয়ার জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়ার জের ধরে মো. আইয়ুব নবী সাগর (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে অপর বন্ধু সিজান (২৫)।ঘটনাটি ঘটেছে...

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ : প্রেস সচিব

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম...