সোমবার, ১২ মে ২০২৫

বোয়ালখালীতে আর্থিক প্রতিষ্ঠানের মাঠকর্মীর আত্মহত্যা

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে আত্মহত্যা করেছেন শুক্লা দে টিকলি (৩৮) নামের এক বেসরকারি কর্মচারী। 

গতকাল শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্লা বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খরণদ্বীপ পাল পাড়ার সিদুল পালের স্ত্রী। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

শুক্লা দে রুপসা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামীয় একটি আর্থিক প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ উঠেছে, গত দু’মাস ধরেই ‘টার্গেট’ পূরণের জন্য তাকে চাপ দিচ্ছিলেন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা। কেটে নেওয়া হচ্ছিল বেতন। নানা অজুহাতে বিভিন্ন সময় অফিসে ডেকে নিয়ে হেনস্তা করা হচ্ছিল। হাড়ভাঙা খাটুনি আর মানসিক চাপ সইতে না পেরে শেষমেশ আত্মহননের পথ বেছে নিলেন শুক্লা।

শুক্লার স্বামী জানান, ২০২৩ সালের মে মাস থেকে ওই সংস্থার কানুনগোপাড়া শাখায় ফিল্ড অফিসার হিসেবে যোগ দেন শুক্লা। সংস্থাটি এলাকায় মানুষজনকে ক্ষুদ্র ঋণ দেয়। এসব ঋণ কিস্তি আকারে আদায় করতেন শুক্লা। এরমধ্যে গত ৫ আগস্টের পর এলাকার লোকজন কিস্তি পরিশোধ করছিলো না এবং কিস্তি আদায়ের জন্য গেলে শুক্লাকে এলাকাবাসীর তোপের মুখে পড়তে হয়।

জানা গেছে, গত ১৯ অক্টোবর আমুচিয়া ইউনিয়নের কানুর দীঘি পাড় এলাকার আলাউদ্দিন ড্রাইভারের বাড়িতে কিস্তির টাকা আদায় করতে গেলে ঋনের চাইতে কিস্তির টাকা বেশি নেওয়ার অজুহাতে তাঁকে জিম্মি করে স্টাম্প আদায় করে কুমকুম বেগমসহ আরো ৩/৪ জন গ্রাহক। এবিষয়ে গত ২৪ নভেম্বর বোয়ালখালী থানায় অভিযোগ করেন শুক্লা দে।

কিন্তু সংস্থার কানুনগোপাড়া শাখার ম্যানেজার কাঞ্চন দেবনাথ কিস্তি আদায়ে শুক্লাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। এরপর সংস্থাটি শুক্লার মাসিক বেতন থেকে অনাদায়ী বিশাল অংকের কিস্তির টাকা কেটে নেওয়ার শর্তে বিষয়টি মীমাংসা করে।

সিদুল পাল অভিযোগ করে বলেন, গত নভেম্বর মাসে ১৫ হাজার টাকা বেতনের মধ্যে ৭হাজার টাকা দিলেও ৬ হাজার টাকা কেটে রাখে সংস্থাটি। এবং পটিয়ার ধলঘাট এলাকায় বদলী করে শুক্লাকে। এছাড়া অফিসে ডেকে নিয়ে হেনস্তা করে আসছিলো সংস্থার কর্মকর্তারা। এনিয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে শুক্লা।

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শুক্লা জানিয়েছে সে নতুন কর্ম এলাকার পথঘাট কিছুই চেনে না। তার মনও সায় দিচ্ছে না নতুন এলাকায় যেতে। পরদিন শনিবার (৪ জানুয়ারি) সকালে চাকরিতে যায়নি শুক্লা। সকাল ১১টা পর্যন্ত ঘুমিয়ে ছিলেন। বিকেলে ঘরের রান্না ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শুক্লা।

খবর পেয়ে গতকাল শনিবার রাতে থানা পুলিশ শুক্লার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য আজ রবিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে শুক্লার মরদেহ পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, শুক্লার পরিবারের অভিযোগ অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের শিরোপা জিতলো কক্সবাজার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার...

পটিয়ায় দুই ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশের যৌথ অভিযানে বৈষম্য...

বুকে মানবাধিকার সাংবাদিকের কার্ড, পেটে ইয়াবা

বুকে মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার কার্ড, আর পেটে...

প্রেমের ফাঁদে বাসায় নিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে খুন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে...

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক...

বোয়ালখালীতে পুলিশের হাতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ গিয়াস উদ্দীন সাব্বির (২৯) নামের এক...

আরও পড়ুন

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নৈশ প্রহরী ও একজন গাড়ির হেলপারের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা...

বোয়ালখালীতে পুলিশের হাতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ গিয়াস উদ্দীন সাব্বির (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাঁর সহযোগী শাহিনকেও আটক করা হয়েছে। রবিবার (১১ মে)...

বাঁশখালীতে ৩‌টি বন্দুক ও এলজিসহ ২ আসামি গ্রেফতার

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অভিযান চা‌লিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধারসহ ২ জন আসামিক‌ে গ্রেফতার করে‌ছে । র‌বিবার (১১‌মে...

অভয়াশ্রমের মাধ্যমে কাপ্তাই লেকে মাছের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, কাপ্তাই লেকে মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং প্রাইভেট সেক্টর যেন আরোও  ভালো  কাজ ...