চট্টগ্রামে পুলিশের অভিযানের সময় গুলি ছুড়তে ছুড়তে পালিয়েছেন অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ সময় তাঁর ছোড়া গুলিতে বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী এলাকার দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে নগরীর অক্সিজেন এলাকার একটি বাসায় সাজ্জাদ অবস্থান করছেন জানতে পেরে পুলিশ অভিযান চালায়।
সাজ্জাদের বিরুদ্ধে হত্যা,অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। সব শেষে গত ২১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শমশের পাড়ায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ রয়েছে ছোট সাজ্জাদের বিরুদ্ধে। ওই হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন বলেন, সাজ্জাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড গুলি করা হয়। এ ঘটনায় দুই পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।