ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তানিয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নাজিরহাট পৌর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন-পারভেজ (৩৩), কাজলী দাশ (৫০)।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন । এর মধ্যে আহত পারভেজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত কাজলী দাশকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আর এইচ/