জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ।
শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের শহিদ পরিবার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
ভূমি উপদেষ্টা বলেন, “একটি সরকার যখন বিপ্লবের মধ্য দিয়ে অপসারিত হয়, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার মাধ্যমে গঠিত, যা কোনো রুটিন সরকার নয়। আমরা দেশের মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা এমন চেষ্টায় লিপ্ত হবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।”
তিনি চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আইনজীবী শহিদ সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চাওয়া হয়েছিল। তবে চট্টগ্রামবাসী সেই চক্রান্ত ব্যর্থ করেছে।”
সভায় জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ এরশাদুল্লাহ এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ আহমেদ সাকিসহ অনেকে উপস্থিত ছিলেন।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে উঠেছে। স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, “শহিদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। একই সঙ্গে বাংলাদেশ সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ষড়যন্ত্রকারীদের জন্য এ দেশে কোনো স্থান নেই।”
সভায় বক্তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।