শ্রমিকদের শ্রমে ঘামে দেশের উন্নয়নের চাকা ঘুরে। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধূরী।
শুক্রবার (২৯ নভেম্বর) ৭ নং কাটাছড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবদুর রহিমের নেতৃত্বে শ্রমিকদলের নেতৃবৃন্দ শাহীদুল ইসলাম চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল শ্রমিক শ্রেনীর অধিকারের প্রশ্নে আপোষহীন ভূমিকা রেখে যে সংগ্রাম তৈরি করেছে তা ফ্যাসিবাদের তখতে তাউসকে নড়বড়ে করে দিয়েছে। শহীদ জিয়া শ্রমিক শ্রেনীর অধিকার সমুন্নত রাখার ভ্যানগার্ড হিসাবে জাতীয়তাবাদী শ্রমিকদল সৃষ্টি করেছেন।
এসময় তিনি দেশ গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে শ্রমিকদল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।