জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচনই প্রধান উপায়। এজন্য একটি অন্তর্বর্তী সরকার প্রয়োজন, যা জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত করতে সক্ষম হবে।
তিনি ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কিন্তু আজকের শাসকরা গণতন্ত্রকে অর্থহীন করে তুলেছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোম্মাদ আজম খান। বক্তব্য রাখেন মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ হাফেজজী।
নেতারা ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।