আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরর বড় শ্যালক একেএম সিরাজ উল্লাহকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার পুলিশ সূত্রে জানা যায়, সিরাজ উল্লাহ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সম্প্রতি হত্যাসহ পাঁচটি মামলার আসামি হিসেবে চিহ্নিত হন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে নোয়াখালী জেলার কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।