আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রিজনভ্যানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি পুলিশের নিষ্ক্রিয়তা ও ঘটনার পেছনে পুলিশের ইন্ধনের অভিযোগ তোলেন।
নাজিম উদ্দিন চৌধুরী বলেন, “চিন্ময় দাসের হাতে প্রিজনভ্যানে হ্যান্ডমাইক কিভাবে গেল, এর জবাব দিতে হবে। আমরা দেখেছি পুলিশ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিল, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের ইন্ধনের ইঙ্গিত দেয়। এমনকি আলিফ হত্যার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও তারা কেন কোনো পদক্ষেপ নেয়নি, সেটাও স্পষ্ট করতে হবে।”
তিনি আরও দাবি করেন, “চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় প্রধান আসামি না করা হলে, আইনজীবীরা তা মেনে নেবেন না। পাশাপাশি জেল কোডের নিয়ম লঙ্ঘন করে তাকে ডিভিশন দেওয়া হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, “যদি পদত্যাগ না করেন, জনগণ আপনাদের নামিয়ে আনবে। জনগণের সঙ্গে বেঈমানি করা যাবে না।”
এই মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ নিপীড়নবিরোধী আইনজীবী সমাজের সদস্যরা অংশ নেন। তারা দ্রুত আলিফ হত্যার বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।