চট্টগ্রাম প্রেস ক্লাবের কমিটি ভেঙে জেলা প্রশাসক কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের পূর্ববর্তী নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসক নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করেন। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি রিট আবেদন দাখিল করা হয়। রিটের শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।
আদেশে হাইকোর্ট বলেন, জেলা প্রশাসক কর্তৃক কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তের সঙ্গে আইনি বিধি-বিধানের সঙ্গতিপূর্ণতা খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুল জারির পাশাপাশি আদালত আহ্বায়ক কমিটির কার্যক্রমে কোনো সীমাবদ্ধতা আরোপ করেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই আদেশের ফলে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভ্যন্তরীণ সংকটের সমাধান নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।