বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য অপরিহার্য। এজন্য আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে চাই। দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার বিষয়েও আমরা জোর দিয়েছি।”

বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সংস্কার কার্যক্রম, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল জাতীয় ঐক্য গড়ে তোলা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

বৈঠকের পর বিএনপির মহাসচিব বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছি। একইসঙ্গে নির্বাচনকালীন সরকারের কর্মপন্থা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেছি।”

সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলগুলো সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠককে বিএনপির রাজনৈতিক কৌশলের একটি অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, “এ বৈঠক রাজনৈতিক সংকট নিরসনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা জাতীয় স্বার্থে একটি গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা করছি।”

সর্বশেষ

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে...

আরও পড়ুন

বাজারে আসছে নতুন নোট;বদলে যাচ্ছে নোটে থাকা ছবি

সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে আনতে যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে এবং ডিজাইন পরিবর্তন করে নোটগুলোতে যুক্ত...

ভারতীয় মিডিয়ার অপপ্রচার, সহকারী হাইকমিশনে হামলা : প্রেস সচিব

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের ফল হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে কূটনৈতিক...

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

চলমান বিভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বৈঠক থেকে তিনি...

প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আখতার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী। কঠোর অধ্যবসায় এবং...