চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহতের ঘটনায় অন্তত দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আইনজীবী মো. মনির উদ্দিন। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চে বিষয়টি উপস্থাপন করেন তিনি।
আইনজীবী মনির উদ্দিন আদালতে ইসকন নিষিদ্ধের দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে স্বতঃপ্রণোদিত আদেশের আবেদন জানান। তিনি চট্টগ্রাম, দিনাজপুর এবং রংপুরে ১৪৪ ধারা জারিরও আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতে জানান, সরকার এ ঘটনায় তদন্ত করছে এবং যথাযথ ব্যবস্থা নেবে। আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে বৃহস্পতিবার অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছেন।
সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নীতিগত বিষয়। সবকিছু পর্যালোচনা করে উপযুক্ত সময়ে পদক্ষেপ নেওয়া হবে।