আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ (ইসকন) ইস্যুতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত সরকারকে সময় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ নভেম্বর) ইসকন নিষিদ্ধ চেয়ে আইনজীবী মনিরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইনজীবী মনিরুজ্জামান চট্টগ্রাম ও রংপুরে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরে ইসকন নিষিদ্ধ এবং জরুরি অবস্থা ঘোষণার আবেদন করেন। আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে ডেকে পাঠান।
এটর্নি জেনারেল জানান, ইসকন ইস্যুতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং এটি সরকারের প্রথম সারির এজেন্ডা। তবে আদালতের এখনই কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করেন তিনি।
আদালত এটর্নি জেনারেলকে বলেন, “বৃহস্পতিবারের মধ্যে বিস্তারিত জানাতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই অবনতি না হয়।”