জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের রায় বাতিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আজ বুধবার এই রায় দেন।
মামলার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, কায়সার কামালসহ একাধিক আইনজীবী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
বিচারিক আদালতের ২০১৮ সালের রায়ের বিরুদ্ধে একই বছরের নভেম্বর মাসে আপিল করেন খালেদা জিয়া। এর ধারাবাহিকতায় আজ আদালতের রায়ে খালেদা জিয়া এবং মামলার অপর দুই আসামি—জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান—পুরোপুরি খালাস পেয়েছেন।