চট্টগ্রাম নগরের পাথরঘাটা মেথরপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে লালদিঘীর রঙ্গন কনভেনশন হলের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করে এবং দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের কারণে বেশ কয়েকটি দোকানের বাঁশসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। ফলে ধোঁয়ার মাত্রা অনেক বেশি ছিল। তবে এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ভুক্তভোগীরা জানান তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।