বন্দরনগরী চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”