চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণার অভিযোগে বিলাসবহুল নিশান সাফারি গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম খুলশীর ১ নম্বর রোডের হাছান টাওয়ার-১, রোজ ভ্যালি থেকে গাড়িটি জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, গাড়িটির গায়ে “নিশান পেট্রোল” লেখা থাকলেও এর চেসিস নম্বর দিয়ে সার্চ করলে নিশান সাফারি মডেল পাওয়া যায়। গাড়িটির বর্তমান মালিকের প্রতিনিধি মো. পারভেজ উদ্দিন কোনো আমদানি সংক্রান্ত দলিলাদি প্রদর্শন করতে ব্যর্থ হন।
সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন জানান, পারভেজ একটি হলফনামা উপস্থাপন করেন যেখানে উল্লেখ ছিল, মো. ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লি.-এর কাছ থেকে ১.৫ কোটি টাকায় গাড়িটি ক্রয় করেছেন। তিনি দাবি করেন, যাবতীয় কাগজপত্র বুঝে পেয়েছেন। তবে আমদানি সংক্রান্ত কোনো বৈধ দলিলাদি দেখাতে পারেননি।
এ বিষয়ে মেঘনা সিডস ক্রাসিং লি.-এর সঙ্গে যোগাযোগ করলে তারাও আমদানি বা ক্রয় সংক্রান্ত দলিলাদি খুঁজে পাননি। এ ছাড়া, বিআরটিএ কর্তৃপক্ষও গাড়িটির রেজিস্ট্রেশনের পেছনে থাকা আমদানি দলিলাদি প্রদর্শনে ব্যর্থ হয়েছে।
গাড়িটির আমদানি শুল্ক ধরা হয়েছে ৮২৭%, যা আনুমানিক ১০ কোটি টাকার সমান। প্রাথমিকভাবে শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণার মাধ্যমে চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ নভেম্বর গাড়িটি সাময়িকভাবে আটক করে মালিকের শ্যালক পারভেজ উদ্দিনের জিম্মায় রাখা হয়েছিল।
বর্তমানে গাড়িটি চট্টগ্রাম কাস্টমস গুদামে জমা রয়েছে এবং শুল্ক ফাঁকি ও চোরাচালান বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। মো. বিল্লাল হোসেন জানান, দলিলাদি জালিয়াতি এবং শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।