আগামী রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১:৩০ টায় শপথ গ্রহণ করবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, নতুন নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করবে। এই কমিশন গঠিত হয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের আড়াই মাস পর। গত ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগের পর গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের এই নতুন কমিশন ঘোষণা করেন।
নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন—
১. সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার
২. সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ
৩. সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ
৪. অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
নতুন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হবে আগামী জাতীয় নির্বাচন আয়োজন এবং তা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। পুরো দেশ এখন নিবদ্ধ দৃষ্টি রাখছে এই নতুন কমিশনের কার্যক্রমের দিকে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।