কক্সবাজারের পেকুয়া উপজেলায় স্বামীর সাথে অভিমান করে দুই সন্তানের জননী জেসিয়া সোলতানা (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পেকুয়া থানা রাস্তার মাথা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জেসিয়া সোলতানা উজানটিয়া সুতাচোরা এলাকার মৃত আসহাব মিয়ার পুত্র ও দুবাই প্রবাসী ফজলুল করিমের স্ত্রী। তার বাড়ি চকরিয়ার হামিদ উল্লাহ সিকদার পাড়ায়।
পেকুয়া থানার এসআই বিল্লাল জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।