সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়াস্থ জমিরুল ইসলাম এর কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম (৪২), মোঃ সামছুদ্দিন (৩৫), মোঃ নাছির উদ্দিন (৪০),মোঃ আকতার কামাল (২৮), মোঃ জসিম (৩০), মোঃ শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), মোঃ আলমগীর (৫০),ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন জানান ,অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ১০৩ (একশত তিন) টি তাস ও নগদ ১৪৫০ (এক হাজার চারশত পঞ্চাশ) টাকা সহ ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু হয়।