চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় গড়ে ওঠা দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ সুরক্ষায় ১৩টি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। এ বিষয়ে বুধবার (২০ নভেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সেমিনারে এসব সুপারিশ উপস্থাপন করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এই সেমিনারের আয়োজন করে।
বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ও সম্ভাবনা
মিরসরাই, সীতাকুণ্ড এবং সোনাগাজী উপজেলার মোট ৩৩ হাজার একর জমি নিয়ে গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যে এখানে ১০৪টি উদ্যোক্তাকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। অঞ্চলটিতে ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ আশা করা হচ্ছে। তবে এর সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচনা করে বিভিন্ন স্তরের মানুষের মতামতের ভিত্তিতে এসব সুপারিশ তৈরি করা হয়েছে।
প্রধান সুপারিশগুলো
সুপারিশগুলোতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নিয়মিত বায়ু ও পানি মান পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা। পাশাপাশি সিএসটিপি (কমন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) ও সিইটিপি (কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) থেকে নির্গমনমান পর্যবেক্ষণে একটি অনলাইনভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।
ভূগর্ভস্থ পানির পর্যবেক্ষণ জোরদার করার পাশাপাশি বিকল্প পানির উৎস হিসেবে লবণাক্ততা অপসারণকারী প্ল্যান্ট স্থাপনের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ রক্ষা
অর্থনৈতিক অঞ্চলটিকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা দিতে সুপার ডাইকের বাইরের অংশে একটি সবুজ বেষ্টনী তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বর্ষার আগেই এ অঞ্চলের পানি নিষ্কাশনব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রমিকদের জন্য টাউনশিপ উন্নয়ন
শ্রমিকদের জন্য একটি টাউনশিপ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাসস্থানের সমস্যা সমাধানে মিরসরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সংযোগ সেতু নির্মাণ ও আবাসিক এলাকার উন্নয়নের তাগিদ দেওয়া হয়েছে।
সামাজিক অবকাঠামোর উন্নয়ন
সুপারিশগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি অন্যান্য সামাজিক অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। জাতীয় আইন ও বিশ্বব্যাংকের পরিবেশগত নীতিমালা মেনে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলটি শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, পরিবেশ সুরক্ষার মডেল হিসেবেও গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।