দীর্ঘ ২৫ বছর ইমামতি করে সম্মানের সহিত এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন হাজী আহম্মদ মিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইব্রাহীম ফয়েজী। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া এলাকাবাসীর খুব কাছের মানুষ তিনি, এক সময় যারা কিশোর ছিলেন সেখান থেকে আজ যুবক হয়ে তার পিছনে নামাজ আদায় করেছেন শত শত যুবক হাজারো মুসলিম। বিদায় বেলায় কত আয়োজন । মুসল্লিদের এমন ভালবাসায় মুগ্ধ হয়ে কেঁদে ফেলেন ইমাম।
এছাড়াও কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামের প্রখ্যাত আলেম আলহাজ্ব আল্লামা ইব্রাহীম ফয়েজী আনোয়ারা উপজেলার বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসা ‘র মুদাররিস হিসেবে রয়েছেন ।
জানা গেছে, শুক্রবার উপজেলার শিলাইগড়া গ্রামে সকাল থেকেই ইমামকে বিদায় দেওয়ার নানা আয়োজনে ব্যস্ত থাকে এলাকাবাসী। ব্যানার ও ফুল দিয়ে সাজানো হয় কার । দুপুরে জুম্মার নামাজের পর জামে মসজিদের ইমামকে হাত ধরে গাড়িতে তুলেন এলাকাবাসী। গাড়িতে উঠার পূর্বে শেষবারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুলত্রুটি ক্ষমা চান তিনি। মুসল্লি ও মসজিদ কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়।
মসজিদ কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সহ সভাপতি শহর মুল্লুক , অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদত আলী, সহ অর্থ সম্পাদক – বদরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন দপ্তর সম্পাদক মুন্সি মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রহিম উদ্দিন পারভেজ, শফিকুল রহমান, জামশেদুল আলাম, করিম সও: প্রমুখ।
মুসল্লি ডা.মুহাম্মদ রাশেদুল আলম বলেন, আমরা হুজুরের কাছেই শিক্ষা পেয়েছি। গত ২৫ বছর তিনি আমাদের গ্রামের মসজিদের খতিব এর দায়িত্ব পালন করেছেন। সবার সাথে এতো ভালো সম্পর্ক যেন প্রতিটা মুসল্লি ওনার পরিবারের মত । হুজুরের সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।
আলহাজ্ব মাওলানা ইব্রাহীম ফয়েজী বলেন, ‘২০০০ সালে এ মসজিদে ইমাম হিসাবে যোগদান করি। ২৫ বছর যাবত ইমামতি করার সময় এই মহল্লার সকল মুসল্লি পরিবারের ভালোবাসা পেয়েছি। বিদায় বেলাতেও আমাকে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এমন আয়োজন প্রতিটি মসজিদে, প্রতিটি ইমামের জন্য করা হোক।’