ফটিকছড়িতে ভূমি অফিসে নামজারীতে দালালী করতে গিয়ে আবুল কাসেম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা আদালত ভবন এলাকা থেকে ভুক্তভোগী নিজে ধরে এনে ওই ব্যক্তিকে সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিনের নিকট সোপর্দ করেন।
আটক ব্যক্তি চন্দন মালাকার নামে এক প্রবাসীর জমির নামজারি করে দেয়ার কথা বলে ১০ হাজার টাকা নেয়ার স্বীকারোক্তি দেন।
নিজের দোষ স্বীকার করায় টাকাগুলো উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মেজবাহ উদ্দিন বলেন অনৈতিক কাজ করে কেউ ছাড় পাবে না। আইন সবার জন্য সমান।