পার্বত্য চট্টগ্রামের মানুষ বৈষম্য না রেখে বাংলাদেশে অন্তর্ভুক্তি চায়, বিচ্ছিন্নতাবাদ নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ–সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
মঙ্গলবার সকালে রাঙামাটির কল্যাণপুরের উদ্যোগ রির্সোস সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
পিসিজেএসএসের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি মানবন্দ্রে নারায়ণ (এমএন) লারমার ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলটির সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
ঊষাতন তালুকদার বলেন, ‘এমএন লারমা পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্নতা চাননি। অন্তর্ভুক্ত হতে চেয়েছেন। লারমা চেয়েছেন বাংলাদেশর সংবিধানে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জনগোষ্ঠীর কথা স্বীকার করা হোক। সেটা হয়নি বলে তিনি আন্দোলন করেছেন। এ আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে অপপ্রচার চালানো হয়েছে। সেই অপপ্রচার এখনো চলছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ বৈষম্য না রেখে বাংলাদেশে অন্তর্ভুক্তি চায়, বিচ্ছিন্নতাবাদ নয়।’
সাবেক এমপি ঊষাতন তালুকদার আরও বলেন, ‘সম্প্রতি পাহাড়ের মেয়েদের গোলে সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মেয়েরা দেখিয়ে দিয়েছে এভাবে হাতে হাত ধরে কীভাবে এগিয়ে যাওয়া যায়। এ থেকে শিক্ষা নিতে হবে রাষ্ট্রকে। পাহাড়ী জনগোষ্ঠী দেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না। কিন্তু অপ্রচার চালিয়ে বিচ্ছিন্ন করা হচ্ছে।’
ঊষাতন তালুকদার অভিযোগ করে বলেন, ‘১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদনের ২৭ বছরও চুক্তি বাস্তবায়ন করেনি সরকার। চুক্তি বাস্তবায়নের আন্দোলন বন্ধ করেনি জেএসএস। এ আন্দোলন নিজের আন্দোলন মনে করে সবাইকে এগিয়ে আসতে হবে।’
ইউপিডিএফ সমালোচনা করে ঊষাতন তালুকদার বলেন, ‘ইউপিডিএফ ঐক্যের কথা বলে এমন করছে যেন তাদের মতো ঐক্যপন্থী আর নেই। চুক্তি সম্পাদনের পর ১ দিনও সময় নেয়নি। চুক্তি হয়েছে, বাস্তবায়নের জন্য সময় দরকার ছিল। কিন্তু সে সময় দেয়নি ইউপিডিএফ। যেদিন চুক্তি স্বাক্ষর হয় সেদিন থেকে বিরোধীতা করা শুরু করে ইউপিডিএফ। জেএসএস কর্মীদের উপর হামলা শুরু করে। এসব করে সরকারকে বুঝানো হয়েছে আর চুক্তি বাস্তবায়ন করতে হবে না। নিজেরা সংঘাতে মারা যাবে। এ সংঘাত বজায় রাখতে বৃটিশদের শেখানো ভাগ কর শাসন কর নীতি প্রয়োগ করা শুরু হয়।’
এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতু রঞ্জন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি জিকো চাকমা। সভার সভাপতিত্ব করেন পার্বত্য মহিলা সমিতির সদস্য নতুন মালা চাকমা।