চন্দনাইশে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে মো. আকতার হোসেন (৩৮) নামে দুর্ঘটনাকবলিত পিকআপটির চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার দোহাজারী পৌরসভা ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকতার হোসেন চট্টগ্রাম নগরের কদমতলীর সদরঘাট এলাকার মনু মিয়ার ছেলে। এছাড়াও আহত হয়েছেন দু’জন। তাঁরা হলেন— মো. জালাল উদ্দীন (৩০) ও মিলন (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভার ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী তিসা প্লাটিনাম বাসের (চট্টো মেট্রো-ব-১১-১৯৫২) সঙ্গে কক্সবাজারমুখী মালবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকতার হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় ।
দোহাজারী হাইওয়ে থানার এএসআই আবদুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাসের সঙ্গে ও পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’