নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলশী থানার আওতাধীন এলাকায় ফ্লাইওভারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ঐ যুবক। এ সময় গাড়ি এসে তাকে চাপা দেয়। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা গেছে।
ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ফ্লাইওভারের ওপর গাড়িচাপায় এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। লাশটি চমেক মর্গে রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।