বাংলাদেশের জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার কমিটিতে ফটিকছড়ির কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সাংবাদিক নুরুল ইসলাম রিপন সিনিয়র সহসভাপতি পদে মনোনীত করা হয়েছে।
বার বার কারা নির্যাতিত দলের দুঃসময়ের পরিক্ষীত সাবেক জেলা যুবদল নেতা এক সময়ে ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সহসভাপতি ছিলেন, তিনি বর্তমানে দীর্ঘ ২০ বছর ধরে চট্টগ্রাম মহানগরীর রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তিনি তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি (সিআরইউর) সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, এবং বৃহত্তর ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিবের দায়িত্বে রয়েছেন। তার গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নে।