প্রতি বছরের মতো এ বছরও আলিম পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।
এ বছর অত্র মাদরাসা হতে ৬ জন এ+, ২৯ জন এ, ০৩ জন এ- গ্রেড অর্জন করে পাশের ধারাবাহিকতা বজায় রেখেছে। মাদ্রাসার ভাল ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত। তাঁরা এজন্যে মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং সাফল্যের নেপথ্যে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু’র নুরানী ফুযুজাত এবং মাদ্রাসার স্বানামধন্য সুযোগ্য অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীর সার্বক্ষণিক মনিটরিং প্রধান ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ মাদরাসায় শিক্ষার সকল উপকরণ, উন্নত ফ্রি হোস্টেল সুবিধা, আধুনিক অবকাঠামো, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, বিনা বেতনে অধ্যয়ন, সুপরিসর লাইব্রেরি ও ফ্রি কিতাবাদি সরবরাহসহ সকল সুযোগ-সুবিধার পাশাপাশি ক্যাম্পাসে লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।