ফটিকছড়িতে পানিতে ডুবে মাশফিক নামে ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেখ নিয়াজ চৌধুরী বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা জানান, মাশফিক বাড়ীর পাশে খেলার সময় পাশাববর্তী পুকুরে পড়ে যায় । পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মুশফিক ঐ এলাকার ওমান প্রবাসী কাইছার হামিদের পুত্র।