আনোয়ারা উপজেলার খামারীদের সংগঠন আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি হুদা ডেইরী ফার্মের মালিক নুরুল হুদা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল হলরুমে এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমরঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহ্জাদা জুলকারনাইন, রেনাটা ওষধ কোম্পানির সিনিয়র জেলা সেল্স ম্যানাজার চন্দন কুমার শাহা।
পুনর্গঠন কমিটিতে বর্তমান সাধারণ সম্পাদক তানভীর হাসানকে বহাল রেখে ২৭সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি পদে মোহাম্মদ ফরিদ তালুকদার, মোঃ সরোয়ার, ওমর ফারুক রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল মুহিদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক আবু সিদ্দিক, সহ অর্থ সম্পাদক মোঃ তারেক , প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এনামুল হক নাবিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছে এম এ মান্নান চৌধুরী, রহিম খান, নুরুল ইসলাম চৌধুরী।