জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। আমাদের বেতন হয় জনগণের টাকায়।আমরা মূলত জনগণের চাকর। জনগণকে সেবার মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্ট করতে প্রত্যেক সরকারি কর্মচারীর সচেষ্ট থাকা আবশ্যক।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃআলীম আখতার খান।
তিনি বলেন, সাধারণ মানুষ উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার কাছে সেবা গ্রহণ করতে আসতে ভয় পাবে কেনো? কেনো তাঁরা হয়রানির শিকার হবেন? এ অবস্থা থেকে আমরা সরকারি কর্মচারীদের বেরিয়ে আসতে হবে। না হলে দেশ এগুবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এর বিকল্প নেই।
তিনি তাঁর মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকার উদাহরণ দিয়ে বলেন, ভালো কাজে বাঁধা আসলেও শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়।এসময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন ছাড়াও আরো উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।