চট্টগ্রাম জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, ভূমি জঠিলতা নিয়ে সমস্যা ও জনমনে নিরাপত্তা বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে এ গণশুনানি হয়।
চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণশুনানীতে ৩০ জন ভূমি মালিক অংশ নেন। গনশুনানীতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ডিসি। ভূমি অধিগ্রহণ ও ভূমি জঠিলতা নিয়ে যে কোন ধরণের সমস্যা সমাধানে জেলা প্রশাসনের গণশুনানী অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।